"You may say I'm a dreamer, but I'm not the only one"

Welcome to the world of a dreamer...a person who is heavily influenced by music, a person who loves looking at things with a simplistic outlook. I am a big fan of The Beatles.

About Me

My photo
I am a dreamer, procrastinator, last-minute worker. Music is my passion--I am an obsessive music collector. Often I collect gigabytes of music only with the hope to listen to'em "someday". I like writing, reading, and I also cherish to learn to play the guitar someday...

Monday, June 17, 2019

বাবার জন্য ভালোবাসা ১

#বাবারজন্য৯৬৯৮

আমার বড় মেয়ের স্কুল বন্ধ। ছোটটার এখনো স্কুলে যাওয়ার বয়স হয় নি। আমি সকালে অফিসে যাওয়ার সময় সাধারণত দুই জনেই ঘুমিয়ে থাকে।

কিন্তু আজকের দিনটি ব্যতিক্রম ছিল। দুইজনেই সকাল সকাল উঠে গিয়েছে।

বড় জন আবদার করলো, "বাবা নাস্তা বানিয়ে দাও"। নিজের জন্য একটা এগ এন্ড চিকেন সালামি বার্গার বানাচ্ছিলাম, ওর জন্যেও একটা বানিয়ে দিলাম। খেয়ে সে মহা খুশী। মায়ের জন্য কান্নাকাটি করছিল; ওদের মা আরো সকালে বের হয়ে যায়।

বার্গার পেয়ে তার মন ভালো হলো। কান্না বন্ধ। বোনের সাথে খেলা শুরু করলো।

জুতার ফিতা বাঁধছি, তখন ও ছোট একটা মোড়ানো কাগজের টুকরা নিয়ে আসলো। বলেঃ

"বাবা, তোমার মোবাইলের কভার আছে?
হ্যা আছে তো।
এই চিঠিটা নাও। মোবাইল কভারের ভেতরে রেখে দাও। অফিসে গিয়ে পড়বা।"

আমি একটু অবাক হলেও কাগজটা নিয়ে রেখে দিলাম জায়গা মত।

গাড়ী তে উঠে মোবাইল হাতে নিতে গিয় এমনে পড়লো চিঠির কথা। খুলতে গিয়েও খুললাম না। অফিসে গিয়ে পড়তে বলেছে তো!

নানা কারণে মন মেজাজ বিক্ষিপ্ত, রাস্তায়ও অনেক জ্যাম ছিল। অফিসে পৌছে ভুলেই গিয়েছিলাম চিঠির কথা।

হঠাত বের করে পড়লাম। লেখাটা পড়েই মনটা ভালো হয়ে গেলো।

বড় বড় করে লেখাঃ

"Have a good day".



"বাবা" শব্দটা যে শুধু একটা ডাক নয়, ছয় বছরের শিশুও যে বাবার জন্য চিন্তা করতে পারে, সেই ব্যাপারটি একটি পরাবাস্তব অনুভূতি।

আল্লাহ তুমি আমার সন্তানদের ভালো রেখ। ওদের সব গুলো দিনই যেন good day হয়, সেজন্য সব সময় দোয়া করি।

আমিন।