"You may say I'm a dreamer, but I'm not the only one"

Welcome to the world of a dreamer...a person who is heavily influenced by music, a person who loves looking at things with a simplistic outlook. I am a big fan of The Beatles.

About Me

My photo
I am a dreamer, procrastinator, last-minute worker. Music is my passion--I am an obsessive music collector. Often I collect gigabytes of music only with the hope to listen to'em "someday". I like writing, reading, and I also cherish to learn to play the guitar someday...

Sunday, May 04, 2025

Eric Johnson should stop singing

Eric Johnson is a great guitarist. Possibly one of the greatest rock guitarists ever. But he is a very weak singer. I never quite got it when primarily instrument-focused artists suddenly decide to start singing. In most cases, they sound very awkward or out of place--and Eric is one of those guys. His singing is just not that great. 

And if you ask for my honest opinion, I would say its downright bad. He just stop singing. After his first album, he kind of stopped singing many songs--but he never gave up. But I don't think people will remember him for his singing. Or in other words, people just don't go to his concerts to hear him sing; they go there to see him play hits like Cliffs of Dover, Zap, Manhattan, etc. 

Thanks to Spotify in May 2025, I have started listening to his first album titled "Tones". After two nice instrumentals, I had to endure two annoying songs titled "Emerald Eyes" and "Off My Mind". While the former was somewhat tolerable, the latter sounded like early Bieber crap. Just hell annoying voice he got. Just stop singing, buddy. Keep playing the guitar, and that's precisely what he is doing in the 5th track; namely, "Desert Song", which is so far the best track in the album.

It has four more songs in it, and "Zap" is one of them. 

Hopefully there's no more songs in this album. 

Wednesday, October 16, 2024

Newfound love for Dream Theater

It may take days, months, years, or even decades in order to "develop" the listening ear. That is, as a non-native English speaker, I am referring to the ability to listen to an English song and understanding the lyrics without actually looking at a written lyric.
In musical perspective, there's another dimension to this. It’s about the ability to differentiate between the different sounds that gets combined into a song to create the signature sound of a band or an artist. Previously, it was quite simple. Drums, lead guitar, bass guitar, vocals, and sometimes, rhythm guitar and keyboards. This is generally true for the music genre I mostly listened to--heavy metal and hard rock.

But things get complicated when more instruments, multiple singers are added to the mix.

I don't exactly recall when, but years back, I came across an audio cassette that was titled "Awake - Dream Theater".

Firstly, I thought Awake was the name of the band and Dream Theater being the album's name. The minute I played the borrowed cassette in my modest stereo cassette player/radio, some strange, captivating music filled the room.

I could understand that it was "rock", but it was not the kind of rock that I had been listening to till then (Scorpions, Metallica, Aerosmith, etc.).

I couldn't really understand the words much. But the first song strived around the theme of "6'O clock in a Christmas Morning". The song started with a "drum solo", followed by a mesmerizing lead guitar intro, and afterwards a number of other instruments started getting added with the mix to create a dramatic, unique intro.

The singer sang a few lines, and then again, some music, some pre-recorded voices, back to singing, it was as if the music was "progressing", and that's how my journey into the world of progressive rock started. The song appeared to have multiple portions, and each could actually be broken into separate sections including a very exciting one starting from 3:15 and continuing till another out of the world solo by the band's guitarist Petrucci at 3:53.

However, I am not ashamed at all to admit that this journey didn't allow many other bands to even come close to the 'train of thoughts'. I listened to bits of Rush, some Queensryche, some Todd Rundgren's Utopia, and I don't know really what else that qualifies as progressive rock.

But I've been a diligent listener of the band. I lost touch a bit since they went through a massive lineup change with one of the band's creative masterminds and founder drummer Mike Portnoy leaving the band. He was quickly replaced by another Mike, Mike Mangini.

With Mangini, Dream Theater managed to launch a series of successful albums. I stopped following the band for a while, but then got back to their music, and caught up with the backlog.

I found most of their newer albums to be "same of the old", e.g. these songs have their signature sound, compact composition and tight playing/singing. But something was missing.

Maybe because I am a big fan of Portnoy (partly because he has always said he was heavily influenced by Ringo Starr, The Beatles drummer), I couldn't really acclimatize myself with the concept of a Dream Theater sans Portnoy.

However, things changed when the band announced that Mike Portnoy was coming back! This was announced when Mangini was still with the band. But then the band and Mangini amicably parted. He was very "gentleman" about it. He even said something in the line of "I was only filling in while Portnoy was taking a break". Though I not sure about his exact words, but you get the essence. And let's take a second to show respect to this tremendously skilled workhorse, who kept the DT engine running for 13 years.

And then things changed even more when they announced the release of their newest album featuring Portnoy, "Parasomnia". Along with the album's name, came the first single, "Night Terror".

As soon as I started playing the new song, it brought me back years earlier. I got literal goosebumps. It felt as if I was listening to Dream Theater for the first time again. The new song is invigorating, it has the classic Dream Theater sound. Mike Portnoy is back, and the Dream Theater I’ve known for a long while is back, too.

Can’t wait for the full album to get released in February 2025. And the album cover is really nice, too.

Friday, February 02, 2024

সংসদে বিরোধী দলের অপমৃত্যু

সংসদে বিরোধী দলের অপমৃত্যু: একটি বিরোধী দল বিহীন সংসদের যে বিপদগুলো রয়েছে, সে বিষয়ে কি নতুন সরকার সচেতন হবে?

Saturday, September 02, 2023

Weekend Rubber Souls

Isn't it great to start the weekend with some awesome, glorious music? 

Rubber Soul is one of my most favorite Beatles albums for a good reason. In fact, it was my most favorite one till recently--until Revolver replaced it. 

Here's a great way to listen to the album if you don't have spotify premiuem:

Sunday, March 19, 2023

Review: Dopamine Detox

Dopamine Detox : A Short Guide to Remove Distractions and Get Your Brain to Do Hard Things (Productivity Series Book 1)Dopamine Detox : A Short Guide to Remove Distractions and Get Your Brain to Do Hard Things by Thibaut Meurisse
My rating: 5 of 5 stars

আজকাল পরিবেশ পরিস্থিতি আর আমাদের জীবনযাপনের ধারা এমন হয়েছে, যে মনোযোগ দিয়ে পড়তে হয় এরকম বই (বস্তুত: নন ফিকশন) পড়া খুবই দুষ্কর—প্রায় অসম্ভব বললেও কম বলা হবে না। তা সত্ত্বেও প্রতিদিন কয়েক পাতা হলেও পড়ার চেষ্টা করি। গল্পের বই হলেও পড়ি।

সম্প্রতি ৫১ পাতার ‘ডোপামিন ডিটক্স’ নামের একটি বই পড়ে শেষ করলাম।

মূলত, ডোপামিন হচ্ছে একধরনের হরমোন, যা আমাদের মস্তিষ্কে আনন্দ ও উৎসাহের অনুভূতি এনে দেয়। কিছু সুনির্দিষ্ট কাজ করলে ব্রেইনে এটি তৈরি হয় এবং আমরা আনন্দ পাই; সে কাজটি চালিয়ে যেতেও উৎসাহ পাই।

বইয়ের প্রস্তাবনা হল, অতিরিক্ত ডোপামিনের খোঁজে আমাদের মন-মানসিকতায় একধরনের বিষাক্ততা (টক্সিসিটি) তৈরি হয়। যার ফলে, আমরা আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো না করে খালি ডোপামিন নিঃসরণ হয়, এরকম কাজে ব্যস্ত থাকি। অথবা অন্যভাবে, প্রকৃত 'অর্জন' থেকে ডোপামিন সংগ্রহ না করে আমরা 'সময় নষ্ট' হয় এবং আদতে আমাদের জীবনে কোনো ইতিবাচক ভূমিকা রাখে না, এরকম কাজ থেকে ডোপামিন সংগ্রহ করতে থাকি।

উদাহরণ স্বরূপ, ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে কাজ না করে ঘণ্টার পর ঘণ্টা ইউটিউব দেখে পার করে দেওয়া। কাজের ফাঁকে বারবার ফেসবুকের নোটিফিকেশন চেক করা, ইমেইল চেক করা—নতুন কোনো নোটিফিকেশন এলে সেটাতে ক্লিক করে ১০-১৫ মিনিট থেকে শুরু করে ঘণ্টা দুয়েক পার করে দেওয়া, ইত্যাদি।

লেখকের মতে, আমাদের মস্তিষ্কে ডোপামিনের নিঃসরণের পরিমাণ কোনো কিছুতে বদলাচ্ছে না, কিন্তু আমাদের এই বিভিন্ন ধরনের আসক্তির কারণে অনেক ‘বিনোদনমূলক’ কাজ অনেক বেশি করে একই পরিমাণ (যা আমাদের প্রয়োজন) ডোপামিন উৎপাদন করতে হচ্ছে, যে কারণে কাজের সময়টা কমে যাচ্ছে।

এ অবস্থা নিরসনে ফরাসি লেখক থিবো মেরিস তার বইয়ে ৩ ধরনের ডিটক্সের কথা বলেছেন। ৪৮ ঘণ্টা, ২৪ ঘণ্টা ও সাময়িক—এ তিন ধরনের কৌশলের বর্ণনা আছে সেখানে।

তাত্ত্বিকভাবে তার লেখনী বেশ চিত্তাকর্ষক। তিনি বলেছেন, যেহেতু আমরা সবাই মোটামুটি মোবাইল ফোন, পিসি অথবা টিভিতে আসক্ত—৪৮ ঘণ্টা এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। এছাড়াও চিনিযুক্ত ও প্রোসেস করা খাবার, অতিরিক্ত ব্যায়াম, দুঃচিন্তা, এমন কী বেশি কথা বলতেও বারণ করেছেন তিনি। কিছুটা ‘সন্ন্যাস’ নেওয়ার মতো ব্যাপার স্যাপার। তার লেখা সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করলে আপনার ‘ডোপামিন ডিটক্স’ হবে এবং আপনার কর্মক্ষমতা, উপযোগিতা ও জীবন যাত্রার মানে আসবে উল্লেখযোগ্য উন্নতি; এমনটাই দাবি করেছেন থিবো। তবে আদতে আমাদের ব্যস্ত জীবনে মোবাইল, ইন্টারনেট ছাড়া ৪৮ ঘণ্টা তো দূরে থাক, না ঘুমিয়ে ৪৮ ঘণ্টা পার করাও বেশ কঠিন হয়ে পড়েছে!

তবে যারা ভ্রমণ করেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যান, তারা হয়তো এটা পারেন।

বইটা পড়ে ভালো লেগেছে। এ সিরিজের আরও ৩টি বই আছে, হয়তো সেগুলোও পড়া হবে। তবে এসব কৌশল কাজে লাগানোর বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এক গল্প।

তারপরও রিভিউ করতে বললে আমি ৮/১০ দিব, কারণ বিষয়বস্তুতে নতুনত্ব আছে, ভাষা খুবই সাবলীল এবং খুব সহজেই পড়ে ফেলা যায়।

View all my reviews

Saturday, February 11, 2023

নকশা-কাটা কবজ: Mini Review

নকশা-কাটা কবজনকশা-কাটা কবজ by Muhammed Zafar Iqbal
My rating: 4 of 5 stars

জাফর ইকবাল স্যারের লেখা বরাবরের মতোই উপভোগ্য। পাশ্চাত্যের একসরিজমের ধারণার সঙ্গে আমাদের দেশের জ্বীন-ভুতের ফ্লেভার মিলিয়ে বেশ স্মার্ট ও আধুনিক একটি লেখা।

দুর্জনরা বলবেন উনার লেখায় বিদেশী সাহিত্যের প্রভাব বেশি; কেউ কেউ 'উনি লেখা চুরি' করেন বলতেও পিছপা হবে না।

আমার কথা হচ্ছে, উনার মতো সহজ ও সাবলীল ভাষায় লিখতে পারেন এরকম লেখক বাংলাদেশে হাতেগোণা।

বইটা পড়ে ভালো লেগেছে--এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছি। এটাই সবচেয়ে বড় কথা।

View all my reviews

Friday, November 18, 2022

Book Review: Across The Universe: The Beatles in India

Across the Universe: The Beatles in IndiaAcross the Universe: The Beatles in India by Ajoy Bose
My rating: 4 of 5 stars

A nice, enjoyable book filled with lesser known anecdotes about the world's most famous rock band.

The book includes very little new information, but for what it's worth, it is a fascinating read. The author did a lot of research, and told us a good story.

View all my reviews

Monday, June 06, 2022

Review of 'Fathers and Sons' by Turgenev

Fathers and SonsFathers and Sons by Ivan Turgenev
My rating: 5 of 5 stars

রুশ লেখক ইভান সের্হেইয়েভিচ তুর্গেনেভের জন্ম ১৮১৮ সালের ২৮ অক্টোবর। বেঁচে ছিলেন ৩ সেপ্টেম্বর, ১৮৮৩ সাল পর্যন্ত। ৬৫ বছরের জীবনে তিনি উপন্যাস, ছোট গল্প, কবি, চিত্রনাট্য লিখেছেন। অনুবাদক হিসেবেও সুপরিচিত ছিলেন তিনি। রুশ সাহিত্যকে পশ্চিমা বিশ্বের কাছে জনপ্রিয় করার বিষয়ে তার বড় অবদান রয়েছে।

তুর্গেনেভ ১৮৬২ সালে ফাদার্স অ্যান্ড সানস বইটি লেখেন। এই বইটিকে ১৯ শতকের ফিকশন গল্পের তালিকায় বিশেষ গুরুত্বপূর্ণ একটি রচনা হিসেবে বিবেচনা করা হয়।

সম্প্রতি প্রায় ১৬০ বছরের পুরনো এই উপন্যাসটি পড়ে শেষ করলাম।
বইটির কাহিনী মূলত ৪ জন বৈচিত্র্যময় পুরুষ চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে। আরকেদি কিরসানভ, তার বন্ধু বাজারভ, আরকেদি’র বাবা নিকোলাই এবং চাচা পাভেল।

নিঃসন্দেহে বাজারভ বইয়ের সবচেয়ে জটিল এবং আকর্ষণীয় চরিত্র। প্রখ্যাত ভারতীয় ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্ভবত তার দূরবীন গল্পের ধ্রুব চরিত্রের জন্য বাজারভের কাছ থেকে কিছু বিশেষত্ব ধার করেছিলেন। অবশ্যই দুটি চরিত্র পুরোপুরি ভিন্ন—তবে কিছুটা প্রভাব রয়েছে বলেই বোধ হয়।

সে নিজেকে একজন ‘নায়ালিস্ট’ হিসেবে দাবি করে। অভিধান মতে, নিহিলিস্ট হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি মনে করেন জীবনের কোনো মানে নেই। তিনি একইসঙ্গে সব ধরনের ধর্মীয় ও নৈতিক নীতিমালাকে অস্বীকার করেন। বাজারভ একইসঙ্গে একজন বিজ্ঞানী, গবেষক ও ডাক্তার। পরবর্তীতে তার আরও বেশ কয়েক ধরনের পরিচয় আমরা পাই।
আরকেদির সঙ্গে বাজারভের অসম বয়সী বন্ধুত্ব। কিছুটা গুরু-শিষ্য সুলভ। বাজারভের তুলনায় আরকেদি অনেকটাই নবীন, কাঁচা—জীবনের অন্ধকার অংশগুলোর সঙ্গে তেমন একটা পরিচয় নেই তার।

দীর্ঘদিন পর দুই বন্ধু মিলে আরকেদির পৈত্রিক নিবাসে এসে উপস্থিত হয়। সর্বশেষ বাবা নিকোলাইর সঙ্গে দেখা হওয়ার পর অনেক বছর কেটে গেছে। নিকোলাই শিগগির আবিষ্কার করেন, তিনি তার ছেলেকে আর চিনতে পারছেন না। তার চিন্তাধারা ও কথাবার্তায় এসেছে প্রভূত পরিবর্তন। তিনি নতুন আরকেদিকে ঠিক মেনে নিতে পারছেন না, আবার অবজ্ঞাও করতে পারছেন না। আরকেদির নতুন ‘ওস্তাদ’ বাজারভকেও ঠিক ভালো চোখে দেখতে পারেননি তিনি।

আরকেদিও আবিষ্কার করলেন নতুন এক পিতাকে। বিপত্নীক বাবার সঙ্গে বাসার গৃহপরিচারিকা ফেনিচকার ‘অবৈধ’ সম্পর্কের জের ধরে জন্ম নিয়েছে তার সৎ ভাই। সমাজের চোখে সম্পর্ক অবৈধ হলেও নিকোলাই কোনো দিক দিয়ে ফেনিচকাকে অমর্যাদা করেন না।

পাভেল কিরসানভের বর্ণাঢ্য জীবন। এককালে ছিলেন দুর্ধর্ষ সামরিক অফিসার। রমণীমোহন পাভেল এক সময় প্রেমে পড়েছিলেন। প্রেয়সীকে খুব ভালোবাসতেন। কিন্তু কাছে পাওয়ার আগেই মৃত্যু হয় তার। সেই থেকে তিনি বিবাগী। একা একা দীর্ঘদিন ঘোরার পর অবশেষে ভাইয়ের সঙ্গে থাকতে এসেছেন বছর কয়েক আগে।

বাজারভের নায়ালিজমের ধারণার সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারেন না পাভেল। পুরনো ঐতিহ্য, জাঁকজমক ও কেতাদুরস্ত জীবনের প্রতি তার গভীর শ্রদ্ধা-ভক্তি। স্বভাবতই, সারাক্ষণ দুজনের মধ্যে লেগে আছে ঝগড়া।
বই অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে পাঠক পরিচিত হন আরও বেশ কয়েকজন শক্তিশালী চরিত্রের সঙ্গে, যাদের বেশিরভাগই নারী। দ্রুত আগাতে থাকে ঘটনাপ্রবাহ। একের পর এক অপ্রত্যাশিত ঘটনায় এই ৪ মূল চরিত্রের জীবনে আসে আমূল পরিবর্তন।

কখন বইটা পড়ে শেষ করে ফেললাম, টেরই পেলাম না।

একটা বিষয় পরিষ্কার, সেই ১৮৬২ সালের রুশ সমাজের অনেক সমস্যা আজও, ২০২২ সালেও প্রাসঙ্গিক।

শেষ কবে ফিকশন, তাও আবার ক্লাসিক পড়ে এতটা উপভোগ করেছি, মনে করতে পারছি না।

View all my reviews

Monday, May 02, 2022

Crimson Cup Banani: A Terrible Experience

 When Crimson Cup opened its first outlet in Banani 11, I was delighted by the variety of flavors offered by this outlet. I believe it was initially a foreign franchise, and they had some really exclusive flavors like Green Tea Macha Latte, etc. They also had decent sandwiches and dessert items, too.

They would also write the customer's name upon the cups (just like in Starbucks), which was a unique touch. However, over the years, renewed competition from North End and new entrants like Second Cup has left Crimson Cup in a dilapidated state. Yesterday, we wanted to visit Yum Cha in Banani, but found out that the Banani outlet has been temporarily shut down. So we decided to visit Crimson cup, which was next to Yum Cha. We ordered a frozen latte and a Mocha, as well as 2 grilled cheese sandwiches and a red velvet cheese cake. Honestly, I have had much better Iced Coffee at Apan Coffe House, and it cost only 60 Taka. Yeah, this may sound incredible, but the Mocha and the Latte tasted exactly the same. There was hardly any caffeine kick; the drink was too sweet and too low in coffee content. Initially, I wanted to order Green Tea Macha Latte, but the guys at the counter literally fumbled with the order--2 of the guys kept discussing among themselves for more than 5 minutes, whether they had a frozen version of that coffee, and will they be able to deliver it. It was 11 PM and I just lost my patience. I told them to change the order to a Latte. The guy told me, 'ভাই লাটে কিন্তু মিষ্টি হবে না (Bro, latte won't be sweet). I was like, 'WTH!'. Do people order coffee for the sugar content? I mentioned, I know, and I prefer that they don't add sugar. But they added sugar in the drink anyway. Now about the grilled cheese sandwich. The cheese they used didn't seem fresh at all, and the food didn't taste much good, either. I maybe boasting a bit, but I can make a better grilled cheese sandwich at home using basic ingredients. The red velvet cheese cake used that same bland, not so fresh looking cheese, and that, too, wasn't anything to write home about.
The total bill came to about 1400 Taka, which is abysmal and too high. I am sure I could have gotten a much better experience at North End if I ordered Cheese Bagels and Coffee with Costarica beans out there, and that'd cost less than this. I don't think I'll be visiting Crimson cup again, anytime soon. For what is worth, the sitting area still looks cozy, but there, too, they had to put up an obnoxious sign that says '5 People or more only' against 2 sofas. As if they had a huge crowd! Most of the Gulshan/Banani restaurants had heavy rush yesterday, thanks to people's chaan raat kind of celebration. But there's was relatively empty, and I realized why--after paying the bill. I felt ripped off and disappointed.




Friday, April 29, 2022

What I am Listening Today

 


So today after a long hiatus, I have decided to resurrect this blog of mine. 

I am now using a paid monthly subscription of Spotify, and I thought I should share some of the music I am listening now. 

I listened to a smooth jazz radio station for the first time in Yahoo music. That was at least 20 years ago. Today, once again I am listening to another of those stations, and it still feels awesome. 

Saturday, May 02, 2020

My Recent Publications (As of October 2020)

১। "এখন আরো বেশী কল্পকাহিনী পড়ুন"- জোসেফ স্টিগলিজ এর সাক্ষাতকার

https://www.prothomalo.com/onnoalo/article/1651163/%E2%80%98%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%9C%E0%A7%81%E0%A6%A8%E2%80%99?fbclid=IwAR17Ki4xQ1n4f3Wc6w3lqaZLCyXXxAB3Atn1cTX8ffb-grgEkjNdSXcYxgg

১৬ এপ্রিল, ২০২০


২। "সবচেয়ে বড় বিপদ ভাইরাস নিজে নয়" - ইউভাল নোয়া হারারির সাক্ষাতকার

https://www.prothomalo.com/onnoalo/article/1653917/%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A6-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%9F?fbclid=IwAR0MX2GECcWRxACKMxNQaiwv1mbRR107nTrUAbUjTCNjIufKtFcyqCSSRdQ

৩০ এপ্রিল, ২০২০

৩। "আমার বাবা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কাছে চিঠি" 


২০ মে, ২০২০

৪। বাংলার শোরা, রহস্যময় ‘প্রকৃতির প্রেয়সী’  




৪ জুলাই, ২০২০

৫। ‘যুদ্ধগুলো আমাদেরকেই লড়তে হবে, এবং বেশিরভাগ সময়ে আমরা একাই থাকব’


৪ জুলাই, ২০২০

৬। ভারতবর্ষের হারানো সৌরভের ঘ্রাণ ও মাদকতা 


১০ জুলাই, ২০২০

৭। ইরাক-ইরান নিষেধাজ্ঞা


২৫ জুলাই, ২০২০ 

৮। কাঁথার টুকরো গল্প 


৮ আগস্ট, ২০২০

৯। ইন্ডিয়া হাউজের নথিতে ভারতবর্ষের মহামারী


২২ আগস্ট, ২০২০  

১০। "আমি মনে করি পুতিন এ কাজ করেছে" 


১০ই অক্টোবর, ২০২০ 


Friday, July 12, 2019

Review of "Hippie" by Paulo Coelho

HippieHippie by Paulo Coelho
My rating: 3 of 5 stars

Took me almost 6 months to finish reading this book as I have been reading other books in between. It started off slow, and did not pick up a considerable amount of pace until reaching the second half of the book.

However, things got really interesting at that point, and I loved reading about Paulo's autobiographical account of travelling through Amsterdam, Istanbul and some other European cities.

Hippie is unlike any other Coelho book. Here, there is less preaching and or life advice--which can be good or bad, depending on the reader's expectations. I liked the change in narrative, and honestly speaking, the last few books I read were a bit repetitive.

Would have given an additional star if the introductory chapters were cut a bit short.

View all my reviews

Sunday, July 07, 2019

Rubber Soul -- A Perfect Classic Rock Album: Part 1

Rubber Soul was released a long, long time before I was born. I can only guess how excited and joyed the Beatle fans were after listening to this masterpiece.

It was the 6th album of The Beatles. Released in 3rd December, 1965 (UK), it became a runaway success. This was only their second album made up entirely with original songs, e.g. there were no cover songs in the album.

Starting with the hard hitting "Drive My Car", the album instantly takes the listeners to an unforgettable journey. It's the kind of song that needs two singers to sound perfect. While predominantly a McCartney song; it would never be perfect without the raspy voice of Lennon. So when Paul covered the song in 2008 at Live 8, he enlisted George Michael to fill in the big huge Yeti shoes of John Lennon. Now that George has passed, it has became another memorable moment in rock music's history.

https://youtu.be/dQ7anZA6ACI

As soon as Drive My Car fades out, a very different kind of song starts. It is Norwegian Wood, one of the finest examples of how eastern instruments can mesh in with western music. This is John's song, and each word in it screams his signature song writing style.

I once had a girl,
Oh should I say, she once had me

These are such simple, yet deeply meaningful words! Songwriting has lost its intrigue these days. I was going to quote a Nicki Minaj lyrics here, but I guess readers are already getting the idea.

More to come

Monday, June 17, 2019

বাবার জন্য ভালোবাসা ১

#বাবারজন্য৯৬৯৮

আমার বড় মেয়ের স্কুল বন্ধ। ছোটটার এখনো স্কুলে যাওয়ার বয়স হয় নি। আমি সকালে অফিসে যাওয়ার সময় সাধারণত দুই জনেই ঘুমিয়ে থাকে।

কিন্তু আজকের দিনটি ব্যতিক্রম ছিল। দুইজনেই সকাল সকাল উঠে গিয়েছে।

বড় জন আবদার করলো, "বাবা নাস্তা বানিয়ে দাও"। নিজের জন্য একটা এগ এন্ড চিকেন সালামি বার্গার বানাচ্ছিলাম, ওর জন্যেও একটা বানিয়ে দিলাম। খেয়ে সে মহা খুশী। মায়ের জন্য কান্নাকাটি করছিল; ওদের মা আরো সকালে বের হয়ে যায়।

বার্গার পেয়ে তার মন ভালো হলো। কান্না বন্ধ। বোনের সাথে খেলা শুরু করলো।

জুতার ফিতা বাঁধছি, তখন ও ছোট একটা মোড়ানো কাগজের টুকরা নিয়ে আসলো। বলেঃ

"বাবা, তোমার মোবাইলের কভার আছে?
হ্যা আছে তো।
এই চিঠিটা নাও। মোবাইল কভারের ভেতরে রেখে দাও। অফিসে গিয়ে পড়বা।"

আমি একটু অবাক হলেও কাগজটা নিয়ে রেখে দিলাম জায়গা মত।

গাড়ী তে উঠে মোবাইল হাতে নিতে গিয় এমনে পড়লো চিঠির কথা। খুলতে গিয়েও খুললাম না। অফিসে গিয়ে পড়তে বলেছে তো!

নানা কারণে মন মেজাজ বিক্ষিপ্ত, রাস্তায়ও অনেক জ্যাম ছিল। অফিসে পৌছে ভুলেই গিয়েছিলাম চিঠির কথা।

হঠাত বের করে পড়লাম। লেখাটা পড়েই মনটা ভালো হয়ে গেলো।

বড় বড় করে লেখাঃ

"Have a good day".



"বাবা" শব্দটা যে শুধু একটা ডাক নয়, ছয় বছরের শিশুও যে বাবার জন্য চিন্তা করতে পারে, সেই ব্যাপারটি একটি পরাবাস্তব অনুভূতি।

আল্লাহ তুমি আমার সন্তানদের ভালো রেখ। ওদের সব গুলো দিনই যেন good day হয়, সেজন্য সব সময় দোয়া করি।

আমিন।