সকালে ঘুম থেকে উঠে বউ আর নিজের জন্য নাস্তা বানাইসি। বউ খায় আটার রুটি, ডিম আর সবজি ভাজি। রুটি বানানো ছিল, শুধু ভেজে দিলাম। ভাজি কপ্রা ছিল, মাইক্রোওয়েভ দিয়ে গরম করে দিলাম। ফ্রাই প্যানে ডিম পোচ করে দিসি।
আমি খাইলাম চিকেন চিজ স্যান্ডুইচ। বেংগল মিট এর চিকেন, একটা স্লাইসড চিজ আর মেয়োনেজ দিয়ে বানাইলাম। চিজ এর উপরে একক্টু মাস্টার্ড সস।
এইসব করতে গিয়ে অফিস আসতে দেরি হয়ে গেল। পিচ্চির জ্বর তাই স্কুলে যায় নাই, বউ ও ছুটি নিসে অফিস থেকে। অফিস যেতে ভাল লাগে না।
No comments:
Post a Comment