Pages

Saturday, February 11, 2023

নকশা-কাটা কবজ: Mini Review

নকশা-কাটা কবজনকশা-কাটা কবজ by Muhammed Zafar Iqbal
My rating: 4 of 5 stars

জাফর ইকবাল স্যারের লেখা বরাবরের মতোই উপভোগ্য। পাশ্চাত্যের একসরিজমের ধারণার সঙ্গে আমাদের দেশের জ্বীন-ভুতের ফ্লেভার মিলিয়ে বেশ স্মার্ট ও আধুনিক একটি লেখা।

দুর্জনরা বলবেন উনার লেখায় বিদেশী সাহিত্যের প্রভাব বেশি; কেউ কেউ 'উনি লেখা চুরি' করেন বলতেও পিছপা হবে না।

আমার কথা হচ্ছে, উনার মতো সহজ ও সাবলীল ভাষায় লিখতে পারেন এরকম লেখক বাংলাদেশে হাতেগোণা।

বইটা পড়ে ভালো লেগেছে--এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছি। এটাই সবচেয়ে বড় কথা।

View all my reviews